হিতোপ 14:8 - কিতাবুল মোকাদ্দস8 নিজের পথ বুঝে নেওয়া সতর্কের প্রজ্ঞা, কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 বিচক্ষণ ব্যক্তিদের প্রজ্ঞাই তাদের পথের দিশা নির্দেশ দেয়, কিন্তু মূর্খদের মূর্খতাই হল প্রতারণা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 বিজ্ঞজনকে প্রজ্ঞা পথ দেখায়, কিন্তু মূর্খকে প্রতারণা করে তার মূর্খতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 নিজ পথ বুঝিয়া লওয়া সতর্কের প্রজ্ঞা, কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 একজন বিচক্ষণ ও দক্ষ লোকের জীবনযাত্রা নিরীক্ষণ কর। কিন্তু একজন বোকা লোকের আঁকা-বাঁকা জীবন পথ প্রতারণাপূর্বক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 নিজের রাস্তা বুঝে নেওয়া বিচক্ষণের প্রজ্ঞা, কিন্তু নির্বোধদের নির্বোধমিতা ছলনা। অধ্যায় দেখুন |