হিতোপ 14:7 - কিতাবুল মোকাদ্দস7 তুমি হীনবুদ্ধির সম্মুখ থেকে চলে যাও, তার কাছে জ্ঞানের কথা শুনতে পাবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 মূর্খের কাছ থেকে দূরে সরে থাকো, কারণ তাদের ঠোঁটে তুমি জ্ঞান খুঁজে পাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মূর্খের সঙ্গ ত্যাগ কর, তার কাছে শেখার কিছুই নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তুমি হীনবুদ্ধির সম্মুখে যাও, তাহার কাছে জ্ঞানের ওষ্ঠাধর দেখিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 বোকাদের কাছ থেকে কিছুই শেখার নেই তাই বোকাদের সঙ্গে বন্ধুত্ব কোরো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তুমি নির্বোধ লোকের থেকে দূরে যাও, কারণ তার ঠোঁটে জ্ঞান পাবে না। অধ্যায় দেখুন |