Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 12:4 - কিতাবুল মোকাদ্দস

4 গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তার সকল অস্থির পচনস্বরূপ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 উদারস্বভাব বিশিষ্ট স্ত্রী তার স্বামীর মুকুট, কিন্তু মর্যাদাহানিকর স্ত্রী স্বামীর অস্থির পচনস্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 গুণবতী স্ত্রী তার স্বামীর গর্ব ও আনন্দ কিন্তু যে স্ত্রীর জন্য স্বামী লজ্জিত হয় সে তার দেহের পচল স্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 গুণবতী স্ত্রী তার স্বামীর আনন্দ এবং অহঙ্কারের উৎস। কিন্তু যে স্ত্রী তার স্বামীকে লজ্জিত করে সে তার স্বামীর অস্থিতে একটি অসুখের মতই অসহ্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 গুণবতী স্ত্রী স্বামীর মুকুট, কিন্তু লজ্জাদায়িনী তার সব হাড়ের পচন।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 12:4
16 ক্রস রেফারেন্স  

শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ।


স্ত্রীলোকদের বিজ্ঞতা তাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা নিজের হাতে তা ভেঙ্গে ফেলে।


তথাপি প্রভুতে স্ত্রীও পুরুষ ছাড়া নয়, আবার পুরুষও স্ত্রী ছাড়া নয়।


বাস্তবিক মাথা ঢেকে রাখা পুরুষের উচিত নয়, কেননা সে আল্লাহ্‌র প্রতিমূর্তি ও গৌরব; কিন্তু স্ত্রী পুরুষের গৌরব।


বরং নির্জন ভূমিতে বাস করা ভাল, তবু কলহপ্রিয়া ও বদ্‌রাগী স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।


ছাদের কোণে বাস করা বরং ভাল, তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা নয়।


আমি শুনলাম, আমার অন্তর কাঁপতে লাগল, সেই শব্দে আমার ওষ্ঠাধর কেঁপে উঠলো, আমার অস্থিতে পচন প্রবেশ করলো, আমি স্বস্থানে কাঁপতে লাগলাম, কারণ আমাকে বিশ্রাম করতে হবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারীরা আসবে লোকদের বিরুদ্ধে।


এখন বৎসে, ভয় করো না, তুমি যা বলবে, আমি তোমার জন্য সেসব করবো; কেননা তুমি যে খুব ভাল মেয়ে, এই আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সকলেই জানে।


ধার্মিকদের সমস্ত সঙ্কল্প ন্যায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলনা মাত্র।


যে স্ত্রী পায়, সে উৎকৃষ্ট বস্তু পায়, এবং মাবুদের কাছে রহমত পায়।


যেমন শূকরের নাসিকায় সোনার নথ, তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।


ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নীর পদ পায়, আর বাঁদীর ভার, যখন সে নিজের কর্ত্রীর স্থান লাভ করে।


“অনেক মেয়ে অনেক গুণ প্রদর্শন করেছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে তুমি শ্রেষ্ঠা।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন