Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 12:16 - কিতাবুল মোকাদ্দস

16 অজ্ঞানের বিরক্তি একসঙ্গে ব্যক্ত হয়, কিন্তুু সতর্ক লোক অপমান গোপন করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 মূর্খেরা অবিলম্বে তাদের বিরক্তি প্রকাশ করে, কিন্তু বিচক্ষণ লোকেরা অপমান উপেক্ষা করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 মূর্খ তার বিরক্তি তৎক্ষণাৎ প্রকাশ করে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি অপমান গ্রাহ্য করে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়, কিন্তু সতর্ক লোক অপমান ঢাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 নির্বোধরা সহজেই হতাশ হয়ে পড়ে। বুদ্ধিমান লোকরা অপমানকে অগ্রাহ্য করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 এক নির্বোধ তার রাগ একেবারে প্রকাশ করে, কিন্তু বিচক্ষণ লোক অপমান অবজ্ঞা করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 12:16
12 ক্রস রেফারেন্স  

হীনবুদ্ধি নিজের সমস্ত ক্রোধ প্রকাশ করে, কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে প্রশমিত করে।


হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা তো এই কথা জান। কিন্তু তোমারা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কথাবার্তায় ধীর, ক্রোধে ধীর হও,


ঘৃণা বিবাদের উত্তেজক, কিন্তু মহব্বত সমস্ত অধর্ম আচ্ছাদন করে।


যে অধর্ম মাফ করে, সে প্রেমের খোঁজ করে; কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।


যে নিজের রূহ্‌ দমন না করে, সে এমন নগরের মত, যা ভেঙ্গে গেছে, যার প্রাচীর নেই।


বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের ফোয়ারা; কিন্তু অজ্ঞানতা জ্ঞানহীনের শাস্তি।


জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে, কিন্তু হীনবুদ্ধিদের দিলে যা থাকে, তা প্রকাশ হয়ে পড়ে।


কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে।


যে সত্যবাদী, সে ধর্মের কথা বলে; কিন্তু মিথ্যাসাক্ষী ছলনার কথা বলে।


পাথর খুব ভারী ও বালিও ভারী, কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ দু’টোর চেয়ে ভারী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন