হিতোপ 11:31 - কিতাবুল মোকাদ্দস31 দেখ, দুনিয়াতে ধার্মিক প্রতিফল পায়। তবে দুর্জন ও গুনাহ্গার আরও কত না পাবে! অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 ধার্মিকেরা যদি এই পৃথিবীতেই তাদের প্রাপ্য পেয়ে যায়, তবে অধার্মিকরা ও পাপীরা আরও কত না বেশি পাবে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 এ পৃথিবীতে ধার্মিক পুরস্কার পায় এবং দুর্জন ও পাপী পায় সমুচিত দণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 দেখ, পৃথিবীতে ধার্ম্মিক প্রতিফল পায়, তবে দুর্জ্জন ও পাপী আরও কত না পাইবে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 ভালো লোকরা যেমন তাদের পুরস্কার এই জীবনে পায়, তেমনি মন্দ লোকরাও তাদের যা প্রাপ্য তা পাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 দেখ, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়, তবে দুষ্ট ও পাপী আরও কত না পাবে; অধ্যায় দেখুন |