Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 11:22 - কিতাবুল মোকাদ্দস

22 যেমন শূকরের নাসিকায় সোনার নথ, তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 যেমন শূকরের নাকে সোনার নথ তেমনি সেই সুন্দরী নারী যে কোনো বিচক্ষণতা দেখায় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 বিচারবুদ্ধিহীনা সুন্দরী নারী যেন শূকরীর নামে সোনার নথ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 যেমন শূকরের নাসিকায় সুবর্ণের নথ, তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 একজন সুন্দরী কিন্তু মূঢ় নারী যেন শুয়োরের নাকে সোনার নথের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 যেমন শূকরের নাকে সোনার নথ, তেমনি বিচক্ষণতাহীন সুন্দরী স্ত্রী।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 11:22
10 ক্রস রেফারেন্স  

লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী মাবুদকে ভয় করেন, তিনিই প্রশংসনীয়া।


হীনবুদ্ধি স্ত্রীলোক কলহকারিণী, সে অবোধ, কিছুই জানে না।


তখন দেখ, এক জন স্ত্রীলোক তার সম্মুখে এল, সে পতিতা-বেশধারিণী ও চতুর-চিত্তা;


তাদের সম্পর্কে এই প্রবাদ এই সত্য বলে প্রমাণিত হল, “কুকুর তার বমির দিকে ফেরে,” আর শূকরকে ধোয়ানো হলেও সে কাদায় গড়াগড়ি দেয়।


পরে তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কার কন্যা? তিনি বললেন, আমি বথূয়েলের কন্যা, তিনি নাহোরের পুত্র, যাঁকে মিল্কা তাঁর জন্য প্রসব করেছিলেন। তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।


হাতে হাত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকবে না; কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাবে।


গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তার সকল অস্থির পচনস্বরূপ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন