Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 10:26 - কিতাবুল মোকাদ্দস

26 যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, তেমনি নিজের প্রেরণকর্তাদের পক্ষে অলস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

26 দাঁতের পক্ষে সিরকা ও চোখের পক্ষে ধোঁয়া যেমন, অলসরাও তাদের যারা পাঠায় তাদের পক্ষে ঠিক তেমনই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 দাঁতের পক্ষে যেমন টক ও চোখের পক্ষে ধোঁয়া যেমন অস্বত্বিকর, নিয়োগকারীর পক্ষে অলস কর্মীও তেমনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 যেমন দন্তের পক্ষে অম্লরস ও চক্ষের পক্ষে ধূম, তেমনি আপন প্রেরণকর্ত্তাদের পক্ষে অলস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 কোন অলস ব্যক্তিকে তোমার জন্য কোন কিছু করতে পাঠিও না। মুখের মধ্যে অম্লরস কিংবা চোখের মধ্যে ধোঁয়া যেমন বিরক্তিকর—সেও ঠিক সে ভাবেই তোমার বিরক্তির কারণ হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, তেমনি নিজের প্রেরণ কর্তাদের পক্ষে অলস।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 10:26
8 ক্রস রেফারেন্স  

যে হীনবুদ্ধির হাতে সংবাদ প্রেরণ করে, সে নিজের পা কেটে ফেলে ও ক্ষতিগ্রস্ত হয়।


শস্য কাটার সময়ে যেমন তুষারের শীতলতা, তেমনি প্রেরণকর্তাদের পক্ষে বিশ্বস্ত দূত; কারণ সে নিজের মালিকের প্রাণ জুড়ায়।


যাতে তোমরা শিথিল না হও, কিন্তু যারা ঈমান ও ধৈর্য দ্বারা প্রতিজ্ঞাগুলোর উত্তরাধিকারী, তাদের অনুকারী হও।


কিন্তু তার মালিক জবাবে তাকে বললেন, দুষ্ট অলস গোলাম, তুমি নাকি জানতে, আমি যেখানে বুনি নি, সেখানে কাটি এবং যেখানে ছড়াই নি, সেখানে কুড়াই?


যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়।


যত্নে শিথিল হয়ো না, রূহে উদ্দীপ্ত হও, প্রভুর গোলামি কর,


তারা বলে, স্বস্থানে থাক, আমার কাছে এসো না, কেননা তোমার চেয়ে আমি পবিত্র। এরা আমার নাসিকার ধোঁয়া, সমস্ত দিন জ্বলতে থাকা আগুন।


হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তার সমস্ত কাজ দেখে জ্ঞানবান হও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন