Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 10:15 - কিতাবুল মোকাদ্দস

15 ধনবানের ধনই তার দৃঢ় আশ্রয়, দরিদ্রদের দরিদ্রতাই তাদের সর্বনাশ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 ধনবানের ধনসম্পত্তিই তাদের সুরক্ষিত নগর, কিন্তু দারিদ্রই দরিদ্রের সর্বনাশ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ধনই ধনবানের সুদৃঢ় আশ্রয় কিন্তু দারিদ্র্য ঘটায় দরিদ্রের সর্বনাশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, দরিদ্রদিগের দরিদ্রতাই তাহাদের সর্ব্বনাশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 সম্পদ ধনীকে রক্ষা করে কিন্তু দারিদ্র্য গরীব মানুষকে ধ্বংস করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 ধনবানের ধনই তার শক্তিশালী নগর, দরিদ্রদের দারিদ্রতাই তাদের সর্বনাশ।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 10:15
13 ক্রস রেফারেন্স  

ধনবানের ধনই তার দৃঢ় নগর, তার বোধে তা উঁচু প্রাচীর।


দরিদ্রের ভাইয়েরা সকলে তাকে ঘৃণা করে, আরও নিশ্চয়, তার বন্ধুরা তা থেকে দূরে যায়; সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাদের কাছে পায় না।


‘দেখ, ঐ ব্যক্তি আল্লাহ্‌কে তার আশ্রয়স্থল জ্ঞান করতো না, সে নিজের প্রচুর ধনের উপর নির্ভর করতো; সে দুষ্টতায় নিজেকে বলবান করতো।’


দরিদ্র তাঁর প্রতিবেশীরও ঘৃণিত, কিন্তু ধনবানের অনেক বন্ধু আছে।


কেননা প্রজ্ঞা আশ্রয়, ধনও আশ্রয় বটে, কিন্তু প্রজ্ঞার উৎকৃষ্টতা এই যে, প্রজ্ঞা নিজের অধিকারীর জীবন রক্ষা করে।


যারা এই যুগে ধনবান তাদেরকে এই হুকুম দাও যেন তারা অহংকারী না হয় এবং অস্থায়ী ধনের উপরে নয়, কিন্তু যিনি ধনবানের মত সমস্ত কিছুই আমাদের ভোগের জন্য যুগিয়ে দেন সেই আল্লাহ্‌রই উপরে প্রত্যাশা রাখে;


আর আপন প্রাণকে বলবো, প্রাণ, বহু বছরের জন্য তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে; বিশ্রাম কর, ভোজন পান কর, আমোদ প্রমোদ কর।


তাঁর কথায় সাহাবীরা আশ্চর্য হলেন; কিন্তু ঈসা পুনর্বার তাঁদেরকে বললেন, বৎসরা, যারা ধনের উপর নির্ভর করে, আল্লাহ্‌র রাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কেমন দুষ্কর!


মাবুদ এই কথা বলেন, জ্ঞানবান তার জ্ঞানের বিষয়ে গর্ব না করুক, বিক্রমী তার বিক্রমের গর্ব না করুক, ধনবান তার ধনের গর্ব না করুক।


যারা নিজেদের ধনে নির্ভর করে, নিজেদের বিপুল সম্পত্তির জন্য গর্ব করে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন