Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 10:14 - কিতাবুল মোকাদ্দস

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশ ডেকে আনে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে রাখে, কিন্তু মূর্খের মুখ সর্বনাশ ডেকে আনে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 জ্ঞানবান জ্ঞান সঞ্চয় করে, কিন্তু মূর্খের বাচালতা ডেকে আনে ধ্বংস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ আসন্ন সর্ব্বনাশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান সঞ্চয় করে এবং তাকে একটি নিরাপদ জায়গায় সংরক্ষিত করে। কিন্তু মুর্খ লোকরা তাদের ধ্বংসকে হাতের কাছে রাখে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশকে কাছে নিয়ে আসে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 10:14
17 ক্রস রেফারেন্স  

হীনবুদ্ধির মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁট তারই প্রাণের ফাঁদ।


বিজ্ঞচিত্ত লোক হুকুম গ্রহণ করে, কিন্তু অজ্ঞান বাচাল ধ্বংস হয়ে যাবে।


যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে; যে ওষ্ঠাধর খুলে দেয়, তার সর্বনাশ হয়।


যে চোখ দ্বারা ইঙ্গিত করে, সে দুঃখ দেয়; আর জ্ঞানহীন বাচাল ধ্বংস হয়ে যাবে।


জ্ঞানবানকে [শিক্ষা] দাও, সে আরও জ্ঞানবান হবে; ধার্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।


তখন তিনি তাঁদেরকে বললেন, এজন্য বেহেশতী-রাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক আলেম এমন গৃহকর্তার মত, যে তার ভাণ্ডার থেকে নতুন ও পুরানো দ্রব্য বের করে।


বেহেশতী-রাজ্য হল ক্ষেতের মধ্যে গুপ্ত এমন ধনের মত, যা দেখতে পেয়ে এক ব্যক্তি গোপন করে রাখল, পরে সে খুশী মনে চলে গেল এবং সর্বস্ব বিক্রি করে সেই ক্ষেতটি ক্রয় করলো।


ভাল মানুষ ভাল ভাণ্ডার থেকে ভাল দ্রব্য বের করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দ দ্রব্য বের করে।


যে কেউ তার নিজের মুখ ও জিহ্বা রক্ষা করে, সে সঙ্কট থেকে নিজের প্রাণ রক্ষা করে।


যে বুদ্ধি অর্জন করে, সে তার প্রাণকে মহব্বত করে, যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।


বুদ্ধিমানের অন্তর জ্ঞান অর্জন করে, এবং জ্ঞানবানদের কান জ্ঞানের সন্ধান করে।


যে পৃথক হয় সে নিজের অভীষ্ট চেষ্টা করে, এবং সমস্ত সুবিচারকে সে দোষী করে।


জ্ঞানবান শুনবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে;


সতর্ক লোক জ্ঞান গোপন করে রাখে; কিন্তু হীনবুদ্ধিদের দিল অজ্ঞানতা প্রচার করে।


জ্ঞানবানের মুখ থেকে বের হওয়া কথা অনুগ্রহ নিয়ে আসে, কিন্তু হীনবুদ্ধির নিজের কথা তাকে গ্রাস করে।


যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন