হবক্ 1:17 - কিতাবুল মোকাদ্দস17 এজন্য সে কি তার জালের মধ্য থেকে মাছ বের করতে থাকবে? ও করুণা না করে জাতিদেরকে ধ্বংস করতেই থাকবে? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 এই জন্য কি সে নিজের জাল খালি করতে থাকবে, নির্দয়ভাবে জাতিগণকে ধ্বংস করতে থাকবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 এভাবেই কি চলবে তাদের জালের মাছে পেট ভরানো? এইভাবেই কি তারা সর্বজাতিকে হনন করতে থাকবে নির্দয়ভাবে চিরকাল? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 এই জন্য সে কি আপন জালের মধ্য হইতে মৎস্য বাহির করিতে থাকিবে? ও মমতা না করিয়া নিরন্তর জাতিগণকে বধ করিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 সে কি জাল দিয়ে সম্পদ সংগ্রহ করার অভিযান চালিয়ে যাবে? সে কি কোন করুণা না করে লোককে ধ্বংস করে যাবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 এই জন্য তারা কি তাদের জাল খালি করে এবং করুণা না করে জাতিদের প্রতিনিয়ত হত্যা করে?” অধ্যায় দেখুন |