সফনিয় 2:6 - কিতাবুল মোকাদ্দস6 আর সমুদ্রের তীরস্থ অঞ্চল বাথানে, ভেড়ার রাখালদের গহ্বরে ও ভেড়ার খোঁয়াড়ে পরিণত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 সমুদ্রের ধারের তোমাদের এলাকা চারণভূমি হবে যেখানে মেষপালকদের জন্য কুয়ো এবং মেষদের জন্য খোঁয়াড় থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আর তুমি, হে সাগরের উপকুল, তুমি পরিণত হবে চারণভূমিতে, মেষপালকদের আস্তানায়, মেষপালকের বাথানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর সমুদ্রের তীরস্থ অঞ্চল বাথানে, মেষপালকদের গহ্বরে ও মেষের খোঁয়াড়ে পরিণত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 মেষপালক ও তাদের মেষের জন্য সমুদ্রের ধারে তোমাদের দেশ শূন্য মাঠ হয়ে যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 কারণ মেষপালক ও ভেড়ার খোঁয়াড়ের জন্য সমুদ্রের তীর হবে চারণ ভূমি৷ অধ্যায় দেখুন |