সখরিয় 8:21 - কিতাবুল মোকাদ্দস21 এক নগরের নিবাসীরা অন্য নগরে গিয়ে এই কথা বলবে, চল, আমরা মাবুদের কাছে ফরিয়াদ করতে ও বাহিনীগণের মাবুদের খোঁজ করতে শীঘ্র যাই; আমিও যাব। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 আর এক নগরের বাসিন্দা অন্য নগরে গিয়ে বলবে, ‘চলো, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করতে ও সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণ করতে এখনই যাই। আমিও যাব।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 এক নগরের অধিবাসী অন্য নগরে গিয়ে বলবে, ‘চল, আমরা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আরাধনা ও তাঁর অনুগ্রহ ভিক্ষা করতে এখনই যাই।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 এক নগরের নিবাসীরা অন্য নগরে গিয়া এই কথা বলিবে, চল, আমরা সদাপ্রভুর কাছে বিনতি করিতে ও বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে শীঘ্র যাই; আমিও যাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 বিভিন্ন শহরের লোকেরা একে অপরকে অভ্যর্থনা জানাবে। তাদের মধ্যে কেউ কেউ বলবে, ‘আমরা সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা করতে ও তাঁর উপাসনা করতে যাচ্ছি।’ অন্যরা বলবে, ‘তোমাদের সঙ্গে আমরাও কি যোগদান করতে পারি?’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 এক শহরের বাসিন্দারা অন্য শহরে গিয়ে বলবে, সদাপ্রভুর দয়া ভিক্ষা করতে এবং বাহিনীদের সদাপ্রভুকে খুঁজতে চল আমরা তাড়াতাড়ি যাই! আমি নিজেও যাব! অধ্যায় দেখুন |