সখরিয় 6:11 - কিতাবুল মোকাদ্দস11 তুমি রূপা ও সোনা গ্রহণ করে মুকুট তৈরি কর এবং যিহোষাদকের পুত্র মহা-ইমাম ইউসার মাথায় পরিয়ে দাও। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 তুমি সোনা ও রুপো নিয়ে একটি মুকুট তৈরি করো, সেটা যিহোষাদকের ছেলে যিহোশূয় মহাযাজকের মাথায় পরিয়ে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 সেই সোনা ও রূপো দিয়ে তুমি একটা মুকুট গড়ে জেরুব্বাবেলের মাথায় পরিয়ে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তুমি রৌপ্য ও স্বর্ণ গ্রহণ করিয়া মুকুট নির্ম্মাণ কর, এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের মস্তকে দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেই রূপো ও সোনা ব্যবহার করে একটি মুকুট তৈরী কর এবং যিহোষাদকের পুত্র, মহাযাজক যিহোশূয়কে মুকুট মণ্ডিত কর। তারপর যিহোশূয়কে এই বিষয়গুলি বল: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 পরে সোনা ও রূপা নিয়ে, একটা মুকুট তৈরী কর এবং সেটা যিহোষাদকের ছেলে যিহোশূয় মহাযাজকের মাথায় উপরে রাখো। অধ্যায় দেখুন |