সখরিয় 12:13 - কিতাবুল মোকাদ্দস13 লেবি-কুলের গোষ্ঠী পৃথক ও তাদের স্ত্রীরা পৃথক; শিমিয়ির গোষ্ঠী পৃথক ও তাদের স্ত্রীরা পৃথক; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 লেবি কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, শিমিয়ির গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 লেবীকুল ও তাদের রমণীরা, শিমিয়ির গোষ্ঠী, ও তাদের বণিতারা এবং বাকী সমস্ত গোষ্ঠী ও তাদের ঘরের মেয়েরা সকলেই পৃথক পৃথক ভাবে বিলাপ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 লেবি-কুলের গোষ্ঠী পৃথক্ ও তাহাদের স্ত্রীরা পৃথক্; শিমিয়ির গোষ্ঠী পৃথক্ ও তাহাদের স্ত্রীরা পৃথক্; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 লেবির পরিবারের পুরুষ সদস্যরা নিজের থেকেই শোক করবে ও তাদের স্ত্রীরাও নিজে থেকেই কাঁদবে। শিমিয়ন পরিবারের পুরুষ সদস্যরা নিজে থেকেই শোক করবে এবং তাদের স্ত্রীরাও নিজে থেকেই কাঁদবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 লেবির বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে। শিমিয়ির বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে। অধ্যায় দেখুন |