সখরিয় 12:12 - কিতাবুল মোকাদ্দস12 দেশীয় প্রত্যেক গোষ্ঠী পৃথক পৃথকভাবে মাতম করবে; দাউদ-কুলের গোষ্ঠী পৃথক ও তাদের স্ত্রীরা পৃথক; নাথনকুলের গোষ্ঠী পৃথক ও তাদের স্ত্রীরা পৃথক; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ12 দেশ বিলাপ করবে, গোষ্ঠীগুলি আলাদা আলাদাভাবে বিলাপ করবে, নিজেদের স্ত্রীদের সঙ্গে দাউদ কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, নাথন কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সারা দেশ শোক করবে, প্রত্যেক পরিবার, দাউদ বংশের পরিবারসমূহ, তাদের নারীকুল, নাথানের বংশধরেরা, তাদের পত্নীরা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 দেশীয় প্রত্যেক গোষ্ঠী পৃথক্ পৃথক্ বিলাপ করিবে; দায়ূদ-কুলের গোষ্ঠী পৃথক্ ও তাহাদের স্ত্রীরা পৃথক্; নাথন-কুলের গোষ্ঠী পৃথক্ ও তাহাদের স্ত্রীরা পৃথক্; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 প্রতিটি পরিবার নিজে থেকেই দুঃখে শোক করবে। দায়ূদ পরিবারের পুরুষ সদস্যরা নিজে থেকেই শোক করবে এবং তাদের স্ত্রীরা নিজে থেকেই রোদন করবে। নাথন পরিবারের পুরুষ সদস্যরা নিজের থেকেই শোক করবে এবং তাদের স্ত্রীরা পৃথক পৃথক ভাবে কাঁদবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 সেই দেশ শোক করবে, প্রত্যেক পরিবার অন্যান্য পরিবার থেকে পৃথক হবে। দায়ূদের বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে। নাথনের বংশের লোকেরা পৃথক হবে এবং তাদের স্ত্রীরা পুরুষদের কাছ থেকে পৃথক হবে। অধ্যায় দেখুন |