লেবীয় পুস্তক 8:7 - কিতাবুল মোকাদ্দস7 আর হারুনকে ইমামের পোশাক পরালেন, কোমরবন্ধনী পরালেন, তাঁর শরীরে পরিচ্ছদ ও তাঁর উপরে এফোদ দিলেন এবং এফোদের বুনানি করা পটুকাতে শরীর বেষ্টন করে তার সঙ্গে এফোদখানি আট্কে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 তিনি হারোণকে কাপড় পরালেন, রেশমি ফিতে দিয়ে তার কোমর বেঁধে, তার গায়ে পোশাক ও তার উপরে এফোদ দিলেন এবং একটি বুনানি করা কোমরবন্ধ দিয়ে তার গায়ের এফোদ বেঁধে দিলেন। এর দ্বারা হারোণ সুদৃঢ় হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হারোণকে পোশাক পরালেন ও তাঁর কোমরে কটিবদ্ধ বেঁধে দিলেন এবং বর্হিবাসটি পরিয়ে দিলেন ও তার উপরে এফোদ পরিয়ে এফোদের কারুকার্যখচিত ফিতে গুলি তাঁর গায়ে জড়িয়ে এফোদটি বেঁধে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর হারোণকে অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাঁহার গাত্রে পরিচ্ছদ, ও তাঁহার উপরে এফোদ দিলেন, এবং এফোদের বুনানি করা পটুকাতে গাত্র বেষ্টন করিয়া তাহার সঙ্গে এফোদখানি বদ্ধ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এরপর মোশি হারোণকে বোনা অঙ্গরক্ষিণী পরালো এবং তার কোমরের চারপাশে কটিবন্ধ জড়াল। তারপর মোশি হারোণের গায়ে পোশাক পরিয়ে গায়ে এফোদ জড়াল এবং বোনা পটুকাতে গা বেষ্টন করে তা বাঁধল। এইভাবে মোশি হারোণের গায়ে এফোদ পরাল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর হারোণকে পরিচ্ছদ পরালেন, কোমরবন্ধনে বাঁধলেন, তাঁর গায়ে পরিচ্ছদ ও তাঁর ওপরে এফোদ দিলেন এবং এফোদের বিনুনি করা কোমরবন্ধনে আবদ্ধ করে তার সঙ্গে এফোদখানি বাঁধলেন। অধ্যায় দেখুন |