Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 24:6 - কিতাবুল মোকাদ্দস

6 পরে তুমি একেক সারিতে ছয় ছয়খানি, এভাবে দুই সারি করে মাবুদের সম্মুখে পবিত্র টেবিলের উপরে তা রাখবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 প্রভু সদাপ্রভুর সামনে নির্মল সোনার টেবিলে দুটি সারির প্রত্যেক সারিতে ছয়টি রুটি সাজিয়ে রাখবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তুমি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে খাঁটি সোনার পাতে ঢাকা টেবিলের উপর দুই সারিতে রুটি সাজিয়ে রাখবে। এক এক সারিতে ছয়খানা করে রুটি থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে তুমি এক এক পংক্তিতে ছয় ছয়খানি, এইরূপে দুই পংক্তি করিয়া সদাপ্রভুর সম্মুখে নির্ম্মল মেজের উপরে তাহা রাখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রভুর সামনে সোনার টেবিলের ওপর সেগুলি দুটি সারিতে রাখো। প্রতি সারিতে থাকবে দুটি করে রুটি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পরে তুমি এক এক পংত্তিতে ছয় ছয়টি, এই রূপে দুই পংত্তি করে সদাপ্রভুর সামনে বিশুদ্ধ সোনার মেজের ওপরে তা রাখবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 24:6
13 ক্রস রেফারেন্স  

সোলায়মান মাবুদের গৃহস্থিত সমস্ত পাত্র তৈরি করালেন; সোনার ধূপগাহ্‌ ও দর্শনরুটি রাখার সোনার টেবিল;


কারণ একটি তাঁবু নির্মিত হয়েছিল, সেটির প্রথম ভাগে প্রদীপ-আসন, টেবিল ও দর্শন-রুটির শ্রেণী ছিল, এর নাম পবিত্র স্থান।


আর তারা মাবুদের উদ্দেশে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাবেলা পোড়ানো-কোরবানী দেয় ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর পবিত্র টেবিলের উপরে দর্শন-রুটি সাজিয়ে রাখে এবং প্রতি সন্ধ্যাবেলা জ্বালবার জন্য প্রদীপগুলোর সঙ্গে সোনার প্রদীপ-আসন প্রস্তুত করে; বস্তুত আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের রক্ষণীয় বস্তু রক্ষা করি; কিন্তু তোমরা তাঁকে ত্যাগ করেছ।


সোলায়মান আল্লাহ্‌র গৃহস্থিত সমস্ত পাত্র এবং সোনার ধূপগাহ্‌ ও দর্শন-রুটি রাখার টেবিল,


কিন্তু সকলই উপযুক্তভাবে ও সুশৃঙ্খলভাবে করা হোক।


এবং টেবিল, তার সমস্ত পাত্র ও দর্শন-রুটি,


দর্শন-রুটির, নিয়মিত শস্য-উৎসর্গের, নিয়মিত পোড়ানো-কোরবানীর, বিশ্রামবারের, অমাবস্যার, ঈদগুলোর, পবিত্র বস্তুর ও ইসরাইলের কাফ্‌ফারার গুনাহ্‌-কোরবানীর এবং আমাদের আল্লাহ্‌র গৃহের সমস্ত কাজের জন্য তা করলাম।


কোরবানগাহ্‌ কাঠের তৈরি, তিন হাত উঁচু ও লম্বায় দুই হাত; এবং তার কোণ, পায়া ও শরীর কাঠের ছিল। পরে তিনি আমাকে বললেন, এটি মাবুদের সম্মুখস্থ টেবিল।


আর তুমি সেই টেবিলের উপরে আমার সম্মুখে নিয়মিতভাবে দর্শন-রুটি রাখবে।


আর কাঠ যোগান দেবার বিষয়ে, অর্থাৎ শরীয়তের লিখনানুসারে আমাদের আল্লাহ্‌ মাবুদের কোরবানগাহ্‌র উপরে জ্বালাবার জন্য আমাদের পিতৃকুল অনুসারে প্রতি বছর নির্ধারিত কালে আমাদের আল্লাহ্‌র গৃহে কাঠ আনবার বিষয়ে আমরা ইমাম, লেবীয় ও লোকেরা গুলিবাট করলাম;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন