লেবীয় পুস্তক 23:15 - কিতাবুল মোকাদ্দস15 আর সেই বিশ্রামবারের পরদিন থেকে, দোলনীয় নৈবেদ্যরূপ আটি আনবার দিন থেকে, তোমরা পূর্ণ সাতটি বিশ্রামবার গণনা করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 “ ‘বিশ্রামদিনের পরবর্তী দিন থেকে, দোলনীয় উপহাররূপ আঁটি আনার দিন থেকে সম্পূর্ণ সাত সপ্তাহ গণনা করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তোমরা এই বিশ্রাম দিবসের পরের দিন থেকে, অর্থাৎ শস্যের আঁটি আরতি করে নিবেদন করার দিন থেকে আরম্ভ করে পুরোপুরি সাতটি বিশ্রাম দিবস গণনা করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর সেই বিশ্রামবারের পরদিন হইতে, দোলনীয় নৈবেদ্যরূপ আটি আনিবার দিন হইতে, তোমরা পূর্ণ সাত বিশ্রামবার গণনা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “সেই রবিবারের সকাল থেকে (অর্থাৎ দোলনীয় নৈবেদ্যর জন্য আনীত শস্যের আঁটি আনার দিন থেকে) সাত সপ্তাহ গুনে নাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 আর সেই বিশ্রামবারের পরদিন থেকে, দোলনীয় নৈবেদ্যরূপ আঁটি আনবার দিন থেকে, তোমরা পূর্ণ সাত বিশ্রামবার গণনা করবে। অধ্যায় দেখুন |