লেবীয় পুস্তক 20:20 - কিতাবুল মোকাদ্দস20 আর যদি কেউ তার চাচীর সঙ্গে শয়ন করে, তাতে তার চাচার অসম্মান করা হয়; তারা নিজ নিজ গুনাহ্ বহন করবে, নিঃসন্তান হয়ে মরবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 “ ‘যদি কোনো পুরুষ তার আত্মীয়ার সঙ্গে শয়ন করে, তাহলে সে তার আত্মীয়কে অশ্রদ্ধা করেছে। তারা অপরাধী হবে ও নিঃসন্তান থাকাকালীন মারা যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 যদি কেউ তার পিতৃব্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সংসর্গ করে তাহলে সে তার পিতৃব্যকে লজ্জিত করবে। তারা উভয়েই নিজ নিজ দুষ্কর্মের জন্য দায়ী হবে। নিঃসন্তান অবস্থায় তাদের মৃত্যু হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর যদি কেহ আপন পিতৃব্যার সহিত শয়ন করে, তবে আপন পিতৃব্যের আবরণীয় অনাবৃত করে; তাহারা আপন আপন পাপ বহন করিবে, নিঃসন্তান হইয়া মরিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 “একজন পুরুষ অবশ্যই তার কাকার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করবে না। এ কাজ তার কাকাকে অপমান করে। সেই পুরুষ এবং তার কাকার স্ত্রী তাদের পাপসমুহের জন্য শাস্তি পাবে। তারা সন্তান-সন্ততিহীন হবে এবং সেই অবস্থাতেই মারা যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আর যদি কেউ নিজের কাকার স্ত্রীর সঙ্গে শোয় তবে নিজের কাকার স্ত্রীর আবরণীয় খোলে; তারা নিজের নিজের পাপ বহন করবে, নিঃসন্তান হয়ে মরিবে। অধ্যায় দেখুন |