লেবীয় পুস্তক 16:8 - কিতাবুল মোকাদ্দস8 পরে হারুন ঐ দু’টি ছাগলের বিষয়ে গুলিবাঁট করবে; এর এক অংশ মাবুদের জন্য ও অন্যগুলো আজাজিলের জন্য হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 পরে দুটি ছাগলের পক্ষে সে গুটিকাপাত করবে। সদাপ্রভুর উদ্দেশে একটি ছাগল ও অন্যদের অপরাধে দণ্ডিত হবার জন্য অন্য ছাগলের ভাগ্য নির্ণীত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তারপর হারোণ ঐ ছাগ দুটির নির্বাচনের জন্য পাশার দান ফেলবে। এদের একটি থাকবে প্রভু পরমেশ্বরের জন্য এবং অন্যটিকে বিসর্জন দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে হারোণ ঐ দুইটী ছাগের বিষয়ে গুলিবাঁট করিবে; এক গুলি সদাপ্রভুর নিমিত্তে, ও অন্য গুলি ত্যাগের নিমিত্তে হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 হারোণ ছাগল দুটির জন্য ঘুঁটি চাললে একটা হবে প্রভুর জন্য, অপরটি হবে অজাজেলের জন্য। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরে হারোণ ঐ দুটি ছাগলের বিষয়ে গুলিবাট করবে; এক গুলি সদাপ্রভুর জন্যে ও অন্য গুলি ত্যাগের জন্যে হবে। অধ্যায় দেখুন |