লেবীয় পুস্তক 14:38 - কিতাবুল মোকাদ্দস38 তবে ইমাম ঘরের দরজা থেকে বের হয়ে গিয়ে সাত দিন ঐ ঘরটি বন্ধ করে রাখবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ38 যাজক বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যাবে এবং তা সাত দিন বন্ধ রাখবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 তাহলে পুরোহিত বাড়ি থেকে বেরিয়ে আসবে এবং সাতদিন ঐ বাড়ীর দরজা বন্ধ করে রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তবে যাজক গৃহ হইতে বাহির হইয়া গৃহদ্বারে গিয়া সাত দিন ঐ গৃহ রুদ্ধ করিয়া রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তাহলে যাজক অবশ্যই বাড়ীর বাইরে আসবে এবং সাত দিনের জন্য বাড়ীটিতে তালা লাগাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 তবে যাজক গৃহ থেকে বের হয়ে গৃহের দরজায় গিয়ে সাত দিন ঐ গৃহ আবদ্ধ করে রাখবে। অধ্যায় দেখুন |