লেবীয় পুস্তক 14:2 - কিতাবুল মোকাদ্দস2 কুষ্ঠরোগীর পাক-সাফ হবার দিনে তার পক্ষে এই ব্যবস্থা হবে; তাকে ইমামের কাছে আনা হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 “রোগগ্রস্ত ব্যক্তির পক্ষে তার আনুষ্ঠানিক শুচিশুদ্ধ হওয়ার সময় নিয়মাবলি এই ধরনের, যখন তাকে যাজকের কাছে আনা হয়: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 চর্মরোগগ্রস্ত ব্যক্তির শুচিকরণ দিনের অনুষ্ঠান সম্পর্কে বিধি এই: রোগগ্রস্ত ব্যক্তিকে পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কুষ্ঠরোগীর শুচি হইবার দিবসে তাহার পক্ষে এই ব্যবস্থা হইবে; সে যাজকের নিকটে আনীত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “এখন যে নিয়মাবলীসমূহ বলব সেগুলো আগে চর্মরোগ ছিল কিন্তু সুস্থ হয়েছে, এমন ব্যক্তিকে শুচি করার নিয়মাবলী। “যে মানুষটির কুষ্ঠ ছিল তাকে একজন যাজক অবশ্যই দেখবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 “কুষ্ঠরোগীর শুচি হবার দিনের তার পক্ষে এই ব্যবস্থা হবে, তাকে যাজকের কাছে নিয়ে আসা হবে অধ্যায় দেখুন |