Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 11:19 - কিতাবুল মোকাদ্দস

19 সারস এবং স্ব স্ব জাত অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 সারস, যে কোনো ধরনের কাক, ঝুঁটিওয়ালা পাখি ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 শকুন, সবজাতের বক, টিট্টিভ এবং বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 সারস এবং আপন আপন জাতি আনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 সারস, সমস্ত জাতের সারস, ঝুঁটিওয়ালা পাখী এবং বাদুড়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 11:19
7 ক্রস রেফারেন্স  

দীর্ঘগল হাস, পানিভেলা ও শকুনী,


চার পায়ে হাঁটা সমস্ত পতঙ্গ তোমাদের পক্ষে ঘৃণার বস্তু।


ক্ষুদ্র পানি-ভেলা, শকুনী ও মাছরাঙ্গা এবং সারস ও নিজ নিজ জাত অনুসারে বক, টিট্রিভ ও বাদুড়।


তার মধ্যে ছোট পাখিরা বাসা করে; দেবদারু গাছ হাড়গিলার বাসস্থান।


সেদিন মানুষ এবাদতের জন্য তৈরি নিজের রূপার ও সোনার সকল মূর্তি ইঁদুর ও চামচিকার কাছে নিক্ষেপ করবে;


তখন আমি চোখ তুলে দৃষ্টিপাত করলাম, আর দেখ, দুই জন স্ত্রীলোক বের হয়ে এল; তাদের পাখায় বায়ু ছিল; আর হাড়গিলার পাখার মত তাদের পাখা ছিল, তারা দুনিয়া ও আসমানের মধ্যপথে সেই ঐফা উঠিয়ে নিয়ে গেল।


উট পাখির ডানা উল্লাস করে, কিন্তু সারসের ডানা ও পালকের সঙ্গে তার তুলনা হয় না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন