লেবীয় পুস্তক 11:10 - কিতাবুল মোকাদ্দস10 কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, পানিতে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণার বস্তু। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 কিন্তু সমুদ্রে অথবা জলস্রোতে বসবাসকারী যে প্রাণীদের ডানা ও আঁশ নেই, সেগুলি ঝাঁকে ঝাঁকে থাকলেও অথবা জলচর প্রাণীদের দলভুক্ত হলেও সেগুলি তোমাদের ঘৃণার্হ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কিন্তু সমুদ্র কিম্বা নদীর জলচর প্রাণীদের মধ্যে এবং ছোট কিম্বা বড় যাবতীয় জলচর প্রাণীর মধ্যে যেগুলির পাখনা কিম্বা আঁশ নেই সেগুলি হবে তোমাদের পক্ষে ঘৃণার বস্তু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যাহারা ডানা ও আঁইসবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে ঘৃণার্হ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10-11 কিন্তু সমুদ্রে বা নদীতে বাস করে এমন কোন প্রাণীর যদি ডানা ও আঁশ না থাকে তাহলে সেই প্রাণী তোমরা অবশ্যই খাবে না। এই ধরণের প্রাণী আহারের পক্ষে অনুপযুক্ত। সেই প্রাণীর মাংস তোমরা খাবে না, এমন কি তার মৃত শরীরও স্পর্শ করবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 কিন্তু সমুদ্রে কি নদীতে অবস্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণিত। অধ্যায় দেখুন |