লেবীয় পুস্তক 1:16 - কিতাবুল মোকাদ্দস16 পরে সে তার মলের সঙ্গে পালকগুলো নিয়ে কোরবানগাহ্র পূর্ব পাশে ভস্ম রাখার স্থানে নিক্ষেপ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ16 সে ওই পাখির কণ্ঠনালীর থলি ও অন্যান্য আবর্জনা তুলবে ও ভস্মস্থানের বেদির পূর্বদিকে নিক্ষেপ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 পরে সে পাখিটির মল ও পালকগুলি তুলে বেদীর পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে সে তাহার মলের সহিত আমাশয় লইয়া বেদির পূর্ব্ব পার্শ্বে ভস্মের স্থানে নিক্ষেপ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 যাজক অবশ্যই পাখীটির গলার থলিটা টেনে নেবে, পালকগুলিও সরাবে এবং সেগুলিকে বেদীর পূর্ব দিকে ছুঁড়ে ফেলে দেবে। বেদী থেকে ছাই সরিয়ে রাখার এটাই হল জায়গা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 পরে সে তার মলের সঙ্গে পালক নিয়ে বেদির পূর্ব দিকে ছাইয়ের জায়গায় ফেলে দেবে। অধ্যায় দেখুন |