লূক 9:40 - কিতাবুল মোকাদ্দস40 আর আমি আপনার সাহাবীদেরকে নিবেদন করেছিলাম, যেন তাঁরা এটাকে ছাড়িয়ে দেন, কিন্তু তাঁরা পারলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ40 আমি আপনার শিষ্যদের কাছে মিনতি করেছিলাম যেন তাঁরা সেই আত্মাকে তাড়িয়ে দেন, কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছেন।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)40 ami ʃeṭake chaṛaibar jonno aponar ʃiʃʃodigoke binoti koriachilam, tahara kintu parilo na.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 একে দূর করে দেবার জন্য আমি আপনার শিষ্যদের অনুরোধ করেছিলাম, কিন্তু তাঁরা পারলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 আর আমি আপনার শিষ্যদিগকে নিবেদন করিয়াছিলাম, যেন তাঁহারা এটাকে ছাড়ান, কিন্তু তাঁহারা পারিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 আমি আপনার শিষ্যদের কাছে মিনতি করেছিলাম যেন তাঁরা ঐ অশুচি আত্মাকে তাড়িয়ে দেন, কিন্তু তাঁরা পারলেন না।” অধ্যায় দেখুন |