লূক 8:18 - কিতাবুল মোকাদ্দস18 অতএব তোমরা কিভাবে শুনছো সেই বিষয়ে মনোযোগ দাও; কেননা যার আছে, তাকে দেওয়া যাবে; আর যার নেই, তার যা আছে বলে মনে করা হয়, তাও তার কাছ থেকে নেওয়া যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 কাজেই কীভাবে শুনছ, সে বিষয়ে সতর্ক থেকো। যার আছে, তাকে আরও দেওয়া হবে; যার নেই, এমনকি, কিছু আছে বলে যদি সে মনে করে, তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)18 tai boli, ʃabodhan! bhalo koria ʃunio, kænona jahar ache, tahake dewa jaibe; kintu jahar nai, ʃe jeṭir biʃoye mone kore je, ‘amar ache,’ ʃeṭiô tahar nikoṭ hoite kaṛia lowa jaibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সুতরাং কি ভাবে শুনছ, সে বিষয়ে সাবধান থেকো, কারণ যার কিছু আছে তাকে আরও দেওয়া হবে এবং যার কিছু নেই, তার বিবেচনায় তার যা আছে, তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 অতএব দেখিও, তোমরা কিরূপে শুন; কেননা যাহার আছে, তাহাকে দেওয়া যাইবে; আর যাহার নাই, তাহার বোধে যাহা আছে, তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তাই কিভাবে শুনছ তাতে মন দাও, কারণ যার আছে তাকে আরো দেওয়া হবে। আর যার নেই তার যা আছে বলে সে মনে করে, তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।” অধ্যায় দেখুন |