Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 7:32 - কিতাবুল মোকাদ্দস

32 তারা এমন বালকদের মত, যারা বাজারে বসে এক জন আর এক জনকে ডেকে বলে, ‘আমরা তোমাদের কাছে বাঁশী বাজালাম, তোমরা নাচলে না; আমরা মাতম করলাম, তোমরা কাঁদলে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

32 তারা সেইসব ছেলেমেয়ের মতো, যারা হাটেবাজারে বসে পরস্পরকে সম্বোধন করে বলে, “ ‘আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, কিন্তু তোমরা নৃত্য করলে না; আমরা শোকগাথা গাইলাম, কিন্তু তোমরা বিলাপ করলে না।’

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

32 tahara kiʃer moto? tahara æmon cheleder moto, jahara bajare boʃia e uhake ḍakia bole:— ‘amra tômader kache bãʃi bajailam, tômra kintu nacile na; kannakaṭi korilam, tômra kintu kãdile na.’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 এরা বাজারের মাঝখানে বসে থাকা ছোট ছেলেদের মত, যারা অন্যদের ডেকে বলে, ‘তোমাদের কাছে বাঁশী বাজালাম, তোমরা নাচলে না। তোমাদের কাছে আমরা শোকে হাহাকার করলাম, তোমরা কাঁদলে না।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 তাহারা এমন বালকদের তুল্য, যাহারা বাজারে বসিয়া এক জন আর এক জনকে ডাকিয়া বলে, ‘আমরা তোমাদের নিকটে বাঁশী বাজাইলাম, তোমরা নাচিলে না; আমরা বিলাপ করিলাম, তোমরা কাঁদিলে না।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 এরা ছোট ছেলেদের মতো, যারা হাটে বসে একে অপরকে বলে, ‘আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, কিন্তু তোমরা নাচলে না। আমরা তোমাদের জন্য শোকগাথা গাইলাম, কিন্তু তোমরা কাঁদলে না।’

অধ্যায় দেখুন কপি




লূক 7:32
9 ক্রস রেফারেন্স  

হীনবুদ্ধির হাতে অর্থ কেন থাকবে? কি প্রজ্ঞা ক্রয় করার জন্য? তার যে বুদ্ধি নেই।


আর চকে খেলাধুলা করে এমন বালক বালিকাতে নগরের চকগুলো পরিপূর্ণ হবে।


পরে তিনি তিন ঘটিকার সময়ে বাইরে গিয়ে দেখলেন, অন্য কয়েক জন বাজারে দাঁড়িয়ে আছে যাদের কেউ কাজে লাগায় নি,


অতএব আমি কার সঙ্গে এই কালের লোকদের তুলনা করবো? তারা কিসের মত?


কারণ বাপ্তিস্মদাতা ইয়াহিয়া এসে রুটি খান নি, আঙ্গুর-রসও পান করেন নি, তাই তোমরা বল, তাকে বদ-রূহে পেয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন