লূক 7:19 - কিতাবুল মোকাদ্দস19 তাতে ইয়াহিয়া তাঁর দু’জন সাহাবীকে ডেকে তাদের দ্বারা প্রভুর কাছে জিজ্ঞাসা করে পাঠালেন, ‘যাঁর আগমন হবে, সেই ব্যক্তি কি আপনি? না, আমরা অন্যের অপেক্ষায় থাকব?’ অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 তিনি তাদের দুজনকে ডেকে প্রভুর কাছে জিজ্ঞাসা করতে পাঠালেন, “যাঁর আসার কথা ছিল আপনিই কি তিনি না আমরা অন্য কারও প্রতীক্ষায় থাকব?” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)19 tahate jôhon aponar dui jon ʃiʃʃoke ḍakia ei kotha jiggæ̃ʃa korite probhur kache tahadigoke paṭhailen, — “jãhar aʃibar kotha, aponii ki tini? na amra ar æk joner opekkhay thakibo?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তখন যোহন দুজন শিষ্যের মারফৎ যীশুর কাছে বলে পাঠালেন, যাঁর আবির্ভাব হবে, আপনিই কি তিনি, না, আমরা অন্য কারও অপেক্ষায় থাকব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তাহাতে যোহন আপনার দুই জন শিষ্যকে ডাকিয়া তাহাদের দ্বারা প্রভুর নিকটে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, ‘যাঁহার আগমন হইবে, সেই ব্যক্তি কি আপনি? না, আমরা অন্যের অপেক্ষায় থাকিব?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 প্রভুর কাছে জিজ্ঞেস করে পাঠালেন যে, “যাঁর আগমণের কথা আছে আপনিই কি সেই, না আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব?” অধ্যায় দেখুন |