লূক 6:32 - কিতাবুল মোকাদ্দস32 আর যারা তোমাদেরকে মহব্বত করে, তাদেরকেই মহব্বত করলে তোমরা কিরূপ সাধুবাদ পেতে পার? কেননা, গুনাহ্গার লোকেরাও, যারা তাদেরকে মহব্বত করে, তারাও তাদেরকে মহব্বত করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ32 “যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমাদের কৃতিত্ব কোথায়? এমনকি, পাপীদের যারা ভালোবাসে, পাপীরা তাদেরই ভালোবাসে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)32 ar jahara tômadigoke bhalo baʃe, tahadigokei jodi bhalo baʃo, tobe tômra iʃʃorer kache ki rokom onuggroho paite paribe? boṛo boṛo papiraô to, aponadigoke jahara bhalo baʃe, tahadigoke bhalo baʃe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 যারা তোমাদের ভালবাসে, তাদের ভালবাসলে তাতে তোমাদের কৃতিত্ব কোথায়? পাপীদের যারা ভালবাসে, পাপীরাও তাদের ভালবাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার? কেননা পাপীরাও, যাহারা তাহাদিগকে প্রেম করে, তাহাদিগকে প্রেম করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 “যারা তোমাদের ভালবাসে, তোমরা যদি কেবল তাদেরই ভালবাস, তবে তাতে প্রশংসার কি আছে? কারণ পাপীরাও তো একই রকম করে। অধ্যায় দেখুন |