লূক 5:22 - কিতাবুল মোকাদ্দস22 ঈসা তাদের তর্ক জেনে জবাবে তাদেরকে বললেন, তোমরা মনে মনে কেন তর্ক করছো? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 যীশু তাদের মনের কথা বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, “তোমরা মনে মনে এসব কথা চিন্তা করছ কেন? অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)22 kintu jiʃu tahader moner torko bitorko bujhite paria tokhoni ei kotha bolilen, “tômra mone mone kæno torko bitorko koritecho? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যীশু তাদের এই আলোচনা বুঝতে পেরে বললেন, কেন তোমরা এই ধরণের কথা ভাবছ: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 যীশু তাহাদের তর্ক জানিয়া উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে কেন তর্ক করিতেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কিন্তু যীশু তাদের মনের চিন্তা বুঝতে পেরে বললেন, “তোমরা মনে মনে কেন ঐ কথা ভাবছ? অধ্যায় দেখুন |
আর হে আমার পুত্র সোলায়মান, তুমি তোমার পিতার আল্লাহ্কে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁর সেবা কর; কেননা মাবুদ সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন; তুমি যদি তাঁর খোঁজ কর, তবে তিনি তোমাকে তাঁর উদ্দেশ লাভ করতে দেবেন, কিন্তু যদি তাঁকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবেন।