লূক 4:8 - কিতাবুল মোকাদ্দস8 জবাবে ঈসা তাকে বললেন, লেখা আছে, “তোমার আল্লাহ্ প্রভুকেই সেজ্দা করবে, কেবল তাঁরই এবাদত করবে”। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 যীশু উত্তর দিলেন, “এরকম লেখা আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে।’ ” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)8 jiʃu tahake ei bolia uttor dilen, “ʃastre lekha ache, ‘tômar iʃʃor probhuri ʃamne poṛia pronam koribe, ar æk tãhari ʃeba koribe.’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 যীশু উত্তর দিলেন, শাস্ত্রে লেখা আছে, ‘তুমি কেবল তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই সেবা করবে’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে, “তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে”। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এর উত্তরে যীশু তাকে বললেন, “শাস্ত্রে লেখা আছে: ‘তুমি কেবল তোমার প্রভু ঈশ্বরকেই উপাসনা করবে, কেবল তাঁরই সেবা করবে!’” অধ্যায় দেখুন |