লূক 3:9 - কিতাবুল মোকাদ্দস9 আর এখনই গাছগুলোর গোড়ায় কুড়াল লাগানো আছে; অতএব যে কোন গাছে উত্তম ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 গাছগুলির শিকড়ে ইতিমধ্যেই কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না, তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)9 bastobik, ækhoni ʃob gacher gôṛay kuṛul lagano rohiachhe; ar, je kôno gache bhalo phol na dhore, taha omoni kaṭia agune phelia dewa jaibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 বৃক্ষমূলে কুঠার উদ্যত, যে বৃক্ষে ভাল ফল ধরবে না, তাকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর এখনই বৃক্ষ সকলের মূলে কুঠার লাগান আছে; অতএব যে কোন গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া অগ্নিতে ফেলিয়া দেওয়া যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে, যে গাছ ভাল ফল দিচ্ছে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে।” অধ্যায় দেখুন |
আর বাদশাহ্ দেখেছেন, এক জন প্রহরী, এক জন পবিত্র ব্যক্তি, বেহেশত থেকে নেমে আসছেন, আর বলছেন, ‘গাছটা কেটে ফেল ও বিনষ্ট কর, কিন্তু ভূমিতে এর মূলের কাণ্ডকে লোহা ও ব্রোঞ্জের শিকলে বেঁধে ক্ষেতের কোমল ঘাসের মধ্যে রাখ; তা আসমানের শিশিরে ভিজুক, মাঠের পশুদের সঙ্গে তার অংশ হোক, যে পর্যন্ত না তার উপরে সাত কাল ঘোরে।’