লূক 24:13 - কিতাবুল মোকাদ্দস13 আর দেখ, সেদিন তাঁদের দু’জন জেরুশালেম থেকে চার মাইল দূরবর্তী ইম্মায়ূ নামক গ্রামে যাচ্ছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 সেদিন, তাঁদের মধ্যে দুজন জেরুশালেম থেকে এগারো কিলোমিটার দূরের ইম্মায়ুস নামে একটি গ্রামে যাচ্ছিলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)13 ar dækho, ʃei dinei ʃiʃʃoder moddhe dui jon immayu bolia æk grame jaitechilo — gramṭi jiruʃalem hoite andaj cari krôʃ poth. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13-14 সেই দিনই যীশুর শিষ্যদের মধ্যে দুজন জেরুশালেম থেকে প্রায় সাত মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন এবং যেতে যেতে যে সমস্ত ঘটনা ঘটে গেল সেই সব আলাপ-আলোচনা করছিলেন। যখন তাঁরা দুজনে এইসব আলাপ-আলোচনা করছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর দেখ, সেই দিন তাঁহাদের দুই জন যিরূশালেম হইতে চারি ক্রোশ দূরবর্ত্তী ইম্মায়ূ নামক গ্রামে যাইতেছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ঐ দিনই দুজন অনুগামী জেরুশালেম থেকে সাত মাইল দূরে ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন। অধ্যায় দেখুন |