লূক 24:10 - কিতাবুল মোকাদ্দস10 এঁরা মগ্দলীনী মরিয়ম, যোহানা ও ইয়াকুবের মা মরিয়ম; আর এঁদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদেরকে এসব কথা বললেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 এরা হলেন মাগ্দালাবাসী মরিয়ম, যোহান্না ও যাকোবের মা মরিয়ম। তাঁদের সঙ্গে আরও অনেকে এই ঘটনার কথা প্রেরিতশিষ্যদের জানালেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)10 ihara chilo mogdolini moriom, jôhana, ar jakôber ma moriom; ar ihader ʃathi ar ar strilôkeraô prodhan ʃiʃʃodigoke ei ʃob kotha bolilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 এই মহিলাদের মধ্যে ছিলেন মাগদালা নিবাসী মরিয়ম, যোহান্না এবং যাকোবের মা মরিয়ম। তাঁরা অন্যান্যদের সঙ্গে প্রেরিতদের কাছে এই ঘটনার কথা বলেলন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ইহাঁরা মগ্দলীনী মরিয়ম, যোহানা ও যাকোবের মাতা মরিয়ম; আর ইহাঁদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদিগকে এই সকল কথা বলিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এই স্ত্রীলোকরা হলেন মরিয়ম মগ্দলীনী, যোহানা আর যাকোবের মা মরিয়ম। তাঁদের সঙ্গে আরো কয়েকজন এইসব ঘটনা প্রেরিতদের জানালেন। অধ্যায় দেখুন |