লূক 22:54 - কিতাবুল মোকাদ্দস54 পরে তারা তাঁকে ধরে নিয়ে গেল এবং মহা-ইমামের বাড়িতে আনলো; আর পিতর দূরে থেকে পিছন পিছন চললেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ54 তারা তখন যীশুকে বন্দি করল ও তাঁকে মহাযাজকের বাড়িতে নিয়ে গেল। পিতর দূরত্ব বজায় রেখে অনুসরণ করলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)54 tar por tahara tãhake greptar koria loia colilo, ar ʃobar boṛo purôhitṭir baṛite loia gælo. edike pitor tophate tophate tãhar pichone pichone colilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 তারা তখন যীশুকে গ্রেপ্তার করে প্রধান পুরোহিতের বাড়িতে নিয়ে গেল। পিতর দূরে থেকে তাঁকে অনুসরণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 পরে তাহারা তাঁহাকে ধরিয়া লইয়া গেল, এবং মহাযাজকের বাটীতে আনিল; আর পিতর দূরে থাকিয়া পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 তারা তাঁকে গ্রেপ্তার করে মহাযাজকের বাড়িতে নিয়ে চলল। পিতর কিন্তু দূরত্ব বজায় রেখে তাদের পেছনে পেছনে চললেন। অধ্যায় দেখুন |