লূক 22:29 - কিতাবুল মোকাদ্দস29 আর আমার পিতা যেমন আমার জন্য নির্ধারণ করেছেন, আমিও তেমনি তোমাদের জন্য একটি রাজ্য নির্ধারণ করছি, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ29 আমার পিতা যেমন আমাকে একটি রাজ্য অর্পণ করেছেন, আমিও তেমনই তোমাদের জন্য একটি রাজ্য নিরূপণ করছি, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)29 tai, amar pita jæmon amar jonno ṭhik koria rakhiachen, tæmoni amiô tômader jonno æk rajjo ṭhik koria rakhia jaitechi, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 আমার পিতা যে রাজা আমার জন্য নির্দিষ্ট করেছেন, সেই রাজ্যে আমি তোমাদের স্থান নির্দেশ করছি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তাই আমার পিতা যেমন আমার রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন, তেমনি আমিও তোমাদের সেই ক্ষমতা দান করছি। অধ্যায় দেখুন |