লূক 21:37 - কিতাবুল মোকাদ্দস37 আর তিনি প্রতিদিন বায়তুল-মোকাদ্দসে উপদেশ দিতেন এবং প্রতি রাত্রে বাইরে গিয়ে জৈতুন নামক পর্বতে গিয়ে থাকতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ37 যীশু প্রতিদিন মন্দিরে গিয়ে শিক্ষা দিতেন এবং প্রতি সন্ধ্যায় রাত্রি কাটানোর জন্য জলপাই নামের পর্বতের অভিমুখে বেরিয়ে পড়তেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)37 tini rôj rôj dinomane mondire ʃikkha diten, ar rattre ʃohorer bahire gia, jahake joitun bole, ʃei pahaṛe thakiten. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 এইভাবে যীশু প্রতিদিন মন্দিরে শিক্ষা দিতে এবং রাত্রিবেলায় অলিভ পাহাড়ে গিয়ে থাকতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 আর তিনি প্রতিদিন ধর্ম্মধামে উপদেশ দিতেন, এবং প্রতিরাত্রে বাহিরে গিয়া জৈতুন নামক পর্ব্বতে অবস্থিতি করিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 তিনি মন্দিরের মধ্যে প্রতিদিন শিক্ষা দিতেন কিন্তু সন্ধ্যা হলে রাতে থাকার জন্য জৈতুন পর্বতে চলে যেতেন। অধ্যায় দেখুন |