লূক 20:5 - কিতাবুল মোকাদ্দস5 তখন তারা পরস্পর তর্ক করলো, বললো, যদি বলি, বেহেশত থেকে, তা হলে সে বলবে, তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 তারা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করে বলল, “যদি আমরা বলি, ‘স্বর্গ থেকে,’ ও জিজ্ঞাসা করবে, ‘তাহলে তোমরা তাকে বিশ্বাস করোনি কেন?’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)5 tahara aponader moddhe poramorʃo koria bolilo, “jodi boli, ‘iʃʃor hoite,’ taha hoile ô bolibe, ‘tobe tômra tãhar kothay biʃʃaʃ koro nai kæno?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তাঁরা পরস্পরর আলোচনা করতে লাগলেন, যদি আমরা বলি, ঈশ্বরের কাছ থেকে —তাহলে ও বলবে, তবে কেন তোমরা তাঁক এবিশ্বাস করনি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তখন তাহারা পরস্পর তর্ক করিল, বলিল, যদি বলি, স্বর্গ হইতে, তাহা হইলে এ বলিবে, তোমরা তাঁহাকে বিশ্বাস কর নাই কেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তারা নিজেদের মধ্যে আলোচনা করল, “আমরা যদি বলি, ‘ঈশ্বরের কাছ থেকে,’ তাহলে ও বলবে ‘তাহলে তোমরা তাঁকে বিশ্বাস করো নি কেন?’ অধ্যায় দেখুন |