লূক 20:18 - কিতাবুল মোকাদ্দস18 সেই পাথরের উপরে যে পড়বে, সে ভেঙ্গে যাবে; কিন্তু সেই পাথর যার উপরে পড়বে, তাকে চুরমার করে ফেলবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 সেই পাথরের উপরে যে পড়বে, সে খানখান হবে, কিন্তু যার উপরে এই পাথর পড়বে, সে চূর্ণবিচূর্ণ হবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)18 je keho ʃei pathorer upor poṛibe, ʃe khan khan hoia bhaŋia jaibe, kintu ʃei khana jahar upore poṛibe, tahake curmar koria tuʃer moto uṛaia dibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 যে এই প্রস্তরের উপরে পড়বে, সে চূর্ণ-বিচূর্ণ হবে আর এই প্রস্তরটি যার উপরে পড়বে সে হবে নিষ্পেষিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সেই প্রস্তরের উপরে যে পড়িবে, সে ভগ্ন হইবে; কিন্তু সেই প্রস্তর যাহার উপরে পড়িবে, তাহাকে চূরমার করিয়া ফেলিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যে কেউ সেই পাথরের ওপর পড়বে, সে ভেঙে টুকরো-টুকরো হয়ে যাবে, আর যার ওপর সেই পাথর পড়বে সে ভেঙে গুঁড়ো হয়ে যাবে।” অধ্যায় দেখুন |