লূক 20:13 - কিতাবুল মোকাদ্দস13 তখন আঙ্গুর-ক্ষেতের মালিক বললেন, আমি কি করবো? আমার প্রিয় পুত্রকে পাঠাব; হয়তো তারা তাঁকে সম্মান করবে; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 “তখন দ্রাক্ষাক্ষেতের মালিক বললেন, ‘আমি কী করি? আমি আমার প্রিয় পুত্রকে পাঠাব, তারা হয়তো তাঁকে সম্মান করবে।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)13 tokhon aŋur‐kheter malik bolilen, ‘ki kora jay? amar adorer cheleṭike ækbar paṭhaia dii; hoy to tahara tãhar khatir koribe.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তখন দ্রাক্ষাকুঞ্জের মালিক বললেন, ‘এবার আমি কি করি? আমি আমার প্রিয় পুত্রকে পাঠাব, তাকে হয়তো তারা মানবে।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তখন দ্রাক্ষাক্ষেত্রের কর্ত্তা কহিলেন, আমি কি করিব? আমার প্রিয় পুত্রকে পাঠাইব; হয় ত তাহারা তাঁহাকে সমাদর করিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “তখন সেই দ্রাক্ষা ক্ষেতের মালিক বলল, ‘আমি এখন কি করব? আমি আমার প্রিয় পুত্রকে পাঠাব, হয়তো তারা তাকে মান্য করবে।’ অধ্যায় দেখুন |