লূক 2:21 - কিতাবুল মোকাদ্দস21 আর যখন বালকটির খৎনা করাবার জন্য আট দিন পূর্ণ হল, তখন তাঁর নাম ঈসা রাখা হল; এই নাম তাঁর গর্ভস্থ হবার আগে ফেরেশতার দ্বারা রাখা হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 আট দিন পরে, শিশুটির সুন্নত অনুষ্ঠানের সময়ে, তাঁর নাম রাখা হল যীশু। শিশুটি মায়ের গর্ভে আসার আগেই স্বর্গদূত তাঁর এই নাম দিয়েছিলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)21 tar por, je din tãhar tokched‐ʃoŋʃkar korite hoibe, ʃei aṭ diner din uposthit hoile, tãhar nam rakha hoilo jiʃu; ei namṭi, tãhar gorbhostho hoibar agei, ʃorger dut‐i rakhia diachilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আটদিন পর, সুন্নত অনুষ্ঠানের দিনে শিশুটির নামকরণ করা হল যীশু, শিশুটি মাতৃগর্ভে আসার আগেই স্বর্গদূত তাঁর এই নাম দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর যখন বালকটীর ত্বক্ছেদনের জন্য আট দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যীশু রাখা গেল; এই নাম তাঁহার গর্ভস্থ হইবার পূর্ব্বে দূতের দ্বারা রাখা হইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 এর আট দিন পরে সুন্নত করার সময়ে শিশুটির নাম রাখা হল যীশু। মাতৃগর্ভে আসার আগেই স্বর্গদূত তাঁর এই নাম রেখেছিলেন। অধ্যায় দেখুন |