লূক 2:19 - কিতাবুল মোকাদ্দস19 কিন্তু মরিয়ম সেসব কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করতে করতে মনে সঞ্চয় করে রাখলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ19 কিন্তু মরিয়ম এসব বিষয় তাঁর হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখলেন, আর এ নিয়ে চিন্তা করে গেলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)19 moriom kintu ei ʃomosto bæparer kotha jotno koria moner moddhe rakhia tôlapaṛa koriten. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 মরিয়ম কিন্তু সব কথা স্মরণে রাখলেন এবং মনে মনে এই ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয় মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কিন্তু মরিয়ম এই কথা মনের মধ্যে গেঁথে নিয়ে সব সময় এবিষয়ে চিন্তা করতে লাগলেন। অধ্যায় দেখুন |