লূক 2:10 - কিতাবুল মোকাদ্দস10 তখন ফেরেশতা তাদেরকে বললেন, ভয় করো না, কেননা দেখ, আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাচ্ছি; সেই আনন্দ সমস্ত লোকেরই হবে; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)10 dut tahadigoke bolilen, “bhoy nai; dækho, ami tômader jonno bhalo khobor — boṛoi anonder khobor — aniachi; ʃei anondo ʃomosto jatiri hoibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 দূত বললেন, ভয় পেয়ো না তোমরা, শোন, আমি তোমাদের কাছে এক মহানন্দের বার্তা এনেছি, এ আনন্দ সর্বমানবের জন্যই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখ, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি; সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 সেই স্বর্গদূত তাদের বললেন, “ভয় নেই, দেখ আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে। অধ্যায় দেখুন |