লূক 19:31 - কিতাবুল মোকাদ্দস31 আর যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে, এটি কেন খুলছ, তবে এরকম বলবে, এতে প্রভুর প্রয়োজন আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে, ‘এর বাঁধন খুলছ কেন?’ তাহলে তাকে বোলো, ‘এতে প্রভুর প্রয়োজন আছে।’ ” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)31 jodi keho tômadigoke jiggæ̃ʃa kore, ‘kæno eṭi khulitecho?’ tobe bolibe, ‘ihate probhur dorkar ache.’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 কেউ যদি জিজ্ঞেস করে, ‘এর বাঁধন কুলছ কেন?’ তাহলে বলবে, ‘প্রভুর কাজের জন্য একে দরকার।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আর যদি কেহ তোমাদিগকে জিজ্ঞাসা করে, এটী কেন খুলিতেছ? তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে, তোমরা ওটা খুলছ কেন? তোমরা বলো, ‘এটাকে প্রভুর দরকার আছে।’” অধ্যায় দেখুন |