Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 18:25 - কিতাবুল মোকাদ্দস

25 বাস্তবিক আল্লাহ্‌র রাজ্যে ধনবানের প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 প্রকৃতপক্ষে, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সুচের ছিদ্রপথ দিয়ে উটের পার হওয়া সহজ।”

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

25 bastobik, iʃʃorer rajjer bhitor dhoni lôker jawar ceye boroŋ chũcer chẽda dia uṭer golia jawa ʃohoj.”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 একজন ধনী ব্যক্তির ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র পথে একটি উটের পেরিয়ে যাওয়া সহজ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 বাস্তবিক ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচীর ছিদ্র দিয়া উষ্ট্রের প্রবেশ করা সহজ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 হ্যাঁ, একজন ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অপেক্ষা ছুঁচের মধ্য দিয়ে উটের পার হওয়া সহজ।”

অধ্যায় দেখুন কপি




লূক 18:25
5 ক্রস রেফারেন্স  

অন্ধ পথ-প্রদর্শকেরা, তোমরা মশা ছেঁকে ফেল, কিন্তু উট গিলে থাক।


কারণ, কোনটা বলা সহজ, ‘তোমার গুনাহ্‌ মাফ হল’, না ‘তুমি উঠে হেঁটে বেড়াও’?


আবার তোমাদেরকে বলছি, আল্লাহ্‌র রাজ্যে ধনবানের প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।


আল্লাহ্‌র রাজ্যে ধনবানের প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।


যারা শুনলো, তারা বললো, তাহলে কে নাজাত পেতে পারে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন