লূক 17:21 - কিতাবুল মোকাদ্দস21 আর লোকে বলবে না, দেখ, এই স্থানে! কিংবা ঐ স্থানে! কারণ দেখ, আল্লাহ্র রাজ্য তোমাদের মধ্যেই আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 লোকেরা বলবেও না, ‘ঈশ্বরের রাজ্য এখানে’ বা ‘ওখানে,’ কারণ ঈশ্বরের রাজ্য বিরাজ করছে তোমাদের মধ্যেই।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)21 lôke bolite paribe na, ‘ei dækho,’ ba ‘oi dækho’; bastobik, iʃʃorer rajjo tômader majhkhanei rohiache.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 অথবা লোকে বলবে না, ‘ঐ দেখ, ঈশব্রের রাজ্য এখানে কিম্বা ওখানে।’ ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই রয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর লোকে বলিবে না, দেখ, এই স্থানে! কিম্বা ঐ স্থানে! কারণ দেখ, ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 লোকেরা বলবে না যে, ‘এই যে এখানে ঈশ্বরের রাজ্য’ বা ‘ওই যে ওখানে ঈশ্বরের রাজ্য।’ কারণ ঈশ্বরের রাজ্য তো তোমাদের মাঝেই আছে।” অধ্যায় দেখুন |