লূক 16:7 - কিতাবুল মোকাদ্দস7 পরে সে আর এক জনকে বললো, তুমি কত ধার? সে বললো, নয় শত মণ গম। তখন সে বললো, তোমার ঋণপত্র নিয়ে সাত শত বিশ মণ লেখ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 “তারপর সে দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করল, ‘আর তোমার ঋণ কত?’ “ ‘এক হাজার বস্তা গম,’ সে উত্তর দিল। “সে তাকে বলল, ‘তোমার ঋণপত্র নাও আর আটশো বস্তা লেখো।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)7 tar por ʃe ar æk jonke bolilo, ‘tumii ba koto dharo?’ ʃe bolilo, ‘æk ʃo biʃi gom.’ dewan tahake bolilo, ‘tômar ei khotkhani loia aʃi likho.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তারপর, সে আর একজনকে ডেকে জিজ্ঞাসা করল, ‘তোমার দেনা কত?’ সে বলল, ‘একশো বস্তা গম।’ তখন দেওয়অন তাকে বলল, ‘এই নাও ঋণপত্র, লেখ আশী।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে সে আর এক জনকে বলিল, তুমি কত ধার? সে বলিল, এক শত বিশি গোম। তখন সে কহিল, তোমার ঋণপত্র লইয়া আশী লেখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “এরপর আর একজন লোককে সে বলল, ‘আর তুমি, তুমি কত ধার?’ সে বলল, ‘একশো মন গম।’ সেই দেওয়ান তাকে বলল, ‘তোমার রসিদটা দেখি, এটাতে আশি মন লেখ।’ অধ্যায় দেখুন |