Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 16:3 - কিতাবুল মোকাদ্দস

3 তখন সেই ব্যবস্থাপক মনে মনে বললো, কি করবো? আমার মালিক তো আমার কাছ থেকে ব্যবস্থাপক-পদ নিয়ে নিচ্ছেন; মাটি কাটার বলও আমার নেই, ভিক্ষা করতে আমার লজ্জা হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 “সেই দেওয়ান মনে মনে ভাবল, ‘আমি এখন কী করব? আমার মনিব আমার কাজ কেড়ে নিয়েছেন। মাটি কাটার মতো শারীরিক সামর্থ্য আমার নেই, ভিক্ষা করতেও আমার লজ্জা হয়—

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

3 tokhon dewan mone mone bolilo, ‘ki kori? amar monib to amake dewani‐kaj hoite chaṛaia ditechen. maṭi kaṭite ʃokti nai, bhikkha korite lojja hoy.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 দেওয়ান তখন মনে মনে ভাবতে লাগল, ‘আমার মনিব তো আমার দেওয়ানী পদ কেড়ে নিচ্ছেন, এবার আমি কি করি। মাটি কাটার মত শক্তি আমার নেই, ভিক্ষা করতেও লজ্জা করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন সেই দেওয়ান মনে মনে কহিল, কি করিব? আমার প্রভু ত আমার নিকট হইতে দেওয়ানীপদ লইতেছেন; মাটী কাটিবার বল আমার নাই, ভিক্ষা করিতে আমার লজ্জা হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “তখন সেই দেওয়ান মনে মনে বলল, ‘এখন আমি কি করব? আমার মনিব তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন। আমি যে মজুরের কাজ করে খাব তার ক্ষমতাও আমার নেই, আর ভিক্ষা করতেও আমার লজ্জা লাগে।

অধ্যায় দেখুন কপি




লূক 16:3
26 ক্রস রেফারেন্স  

বাস্তবিক আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে, কোন কাজকর্ম না করে অন্যের ব্যাপারে অনধিকারচর্চা করে থাকে।


লোকেরা প্রতিদিন এক ব্যক্তিকে বহন করে এনে বায়তুল-মোকাদ্দসের সুন্দর নামক দ্বারে রেখে দিত। সে জন্ম থেকেই খঞ্জ ছিল; যারা বায়তুল-মোকাদ্দসে প্রবেশ করে তাদের কাছে ভিক্ষা চাইবার জন্য তাকে সেখানে রাখা হত।


তখন প্রতিবেশীরা এবং যারা আগে তাকে দেখেছিল যে, সে ভিক্ষা করতো, তারা বলতে লাগল, এ কি সে নয়, যে বসে ভিক্ষা চাইত?


বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হল না; কিন্তু পরে মনে মনে বললো, যদিও আমি আল্লাহ্‌কে ভয় করি না, মানুষকেও মানি না,


কালক্রমে ঐ ভিখারি মারা গেল, আর ফেরেশতারা তাকে নিয়ে ইব্রাহিমের কোলে বসালেন।


তার ফটক-দ্বারে লাসার নামে এক জন ভিখারীকে রাখা হয়েছিল,


তাতে সে মনে মনে চিন্তা করতে লাগল, কি করি?


পরে তাঁরা জেরিকোতে আসলেন। আর তিনি যখন তাঁর সাহাবীদের ও বিস্তর লোকের সঙ্গে জেরিকো থেকে বের হয়ে যাচ্ছেন, তখন তীময়ের পুত্র বর্‌তীময় নামে এক জন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসেছিল।


ঈদের দিনে ও মাবুদের উৎসব-দিনে তোমরা কি করবে?


নবীরা মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, আর ইমামেরা তাদের বশবর্তী হয়ে কর্তৃত্ব করে; আর আমার লোকেরা এই রীতি ভালবাসে; কিন্তু এর পরিণামে তোমরা কি করবে?


প্রতিফল দেবার দিনে ও দূর থেকে যখন বিনাশ আসবে, তখন তোমরা কি করবে? সাহায্যের জন্য কার কাছে পালাবে? আর তোমাদের প্রতাপ কোথায় রাখবে?


যে গোলামকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই গোলাম তার পুত্র হয়ে উঠে।


শীতের দরুন অলস হাল চাষ করে না, শস্যের সময়ে সে চাইবে, কিন্তু কিছুই মিলবে না।


আলস্য অগাধ নিদ্রা নিয়ে আসে, এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।


যে ব্যক্তি তার কাজে অলস, সে বিনাশকের সহোদর।


অলসের পথ কাঁটার বেড়ার মত; কিন্তু সরলদের পথ রাজপথ।


অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।


তখন হামন ভিতরে আসলে বাদশাহ্‌ তাকে বললেন, বাদশাহ্‌ যার সম্মান করতে চান, তার প্রতি কি করা কর্তব্য? হামন মনে মনে ভাবল, বাদশাহ্‌ আমাকে ছাড়া আর কার সম্মান করতে চাইবেন?


কিন্তু উঠ, নগরে প্রবেশ কর, তোমাকে কি করতে হবে, তা বলা যাবে।


পরে সন্ধ্যা হলে সেই আঙ্গুর-ক্ষেতের মালিক তার দেওয়ানকে বললেন, মজুরদেরকে ডেকে মজুরি দাও, শেষ জন থেকে আরম্ভ করে প্রথম জন পর্যন্ত দাও।


পরে সে তাকে ডেকে বললো, তোমার বিষয়ে এ কি কথা শুনছি? তোমার ব্যবস্থাপক পদের হিসাব দাও, কেননা তুমি আর ব্যবস্থাপক থাকতে পারবে না।


আমার ব্যবস্থাপক-পদ গেলে লোকে যেন নিজ নিজ বাড়িতে আমাকে গ্রহণ করে, এজন্য যা করতে হবে তা আমি জানি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন