লূক 16:24 - কিতাবুল মোকাদ্দস24 তাতে সে চিৎকার বললো, পিতা ইব্রাহিম, আমার প্রতি করুণা করুন, লাসারকে পাঠিয়ে দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ পানিতে ডুবিয়ে আমার জিহ্বা শীতল করে, কেননা এই আগুনের শিখায় আমি যন্ত্রণা পাচ্ছি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 তাই সে তাঁকে ডাকল, ‘পিতা অব্রাহাম, আমার প্রতি কৃপা করুন; লাসারকে পাঠিয়ে দিন, সে যেন আঙুলের ডগায় জল নিয়ে আমার জিভ ঠান্ডা করে দেয়। কারণ এই আগুনে আমি ভীষণ যন্ত্রণা পাচ্ছি।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)24 dekhia ʃe cæ̃caia bolia uṭhilo, ‘pito obraham! amake doya koria ækbar laʃarke paṭhaia diun, ʃe jæno aponar aŋuler ḍog jole ḍubaia amar jib ṭhanḍa koria dæy; kænona ami ei aguner jhãje bhari jatona paitechi.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সে তখন চেঁচিয়ে বলল, ‘পিতা অব্রাহাম, আমার প্রতি দয়া করুন। লাসারকে এখানে পাঠিয়ে দিন, সে এসে আঙ্গুলের ডগায় করে জল দিয়ে আমার জিভ শীতল করে দিক। এই আগুনে আমি বড় যন্ত্রণা ভোগ করছি।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তাহাতে সে উচ্চৈঃস্বরে কহিল, পিতঃ, অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 সেই ধনী ব্যক্তি তখন চিৎকার করে বলে উঠল, ‘হে পিতা, অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে এখানে পাঠিয়ে দিন, যেন সে এখানে এসে ওর আঙ্গুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ জুড়িয়ে দেয়, কারণ আমি এই আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি!’ অধ্যায় দেখুন |